প্রেমের বিয়ের ২০ মাসের মধ্যেই ফেসবুক লাইভ এমনকি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি ও শরীফুল রাজের একে অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হতবাক করে সবাইকে। বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁস করা নিয়ে কথা বলেন রাজ, পরীমনিকে বিভিন্ন বিষয়ে অভিযুক্তও করেন। পরে পরীমনি ফেসবুক লাইভে রাজকে নিয়েও নানা অভিযোগ করেন।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই।’ এসব কথাবার্তা শোনার পর সবাই ধরে নিয়েছিল, পরীমনি ও রাজকে আর কখনো একসঙ্গে দেখা যাবে না। সবাইকে অবাক করে তাঁরা এক হয়েছেন। গতকাল শনিবার একমাত্র ছেলে রাজ্যর ১০ মাস পূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা গেছে।
ছেলে রাজ্যর ১০ মাস পূর্তি উপলক্ষে কেক কাটা আয়োজনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও আইডি থেকে পোস্ট করেন। ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, পরীমনি, শরীফুল রাজ, তাঁদের একমাত্র সন্তান ছাড়াও আছেন পরীমনির নানা। তবে রাজের ফেসবুক পেজ কিংবা আইডিতে সন্তানের ১০ মাস পূর্তির কোনো স্থিরচিত্র কিংবা ভিডিও ক্লিপ দেখা যায়নি।
পরীমনি তাঁর ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস, এতটুকুই।’