যশোরে মঙ্গল শোভাযাত্রা, নাচ, গান আর ঢাকের তালে বরণ করে নেয়া হল বাংলা নববর্ষকে। শোভাযাত্রা উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সকালে পৌর পার্কে উদীচী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। এছাড়া শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্টানের আয়োজন করে। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নয়নাভিরাম বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেয়। শহরজুড়ে বসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলা।