যশোর খুলনা মহাসড়কের চাঁচড়া বাবলাতলা এলাকায় ট্রাক উল্টে নাজির হোসেন (৫৫) নামে একজন মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ছয়টা দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজির হোসেন শহরের শংকরপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
নিহতের খালাতো ভাই, হারুন অর রশিদ জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে,যশোর থেকে খুলনা গামী রাইস পালিশ বুঝাই একটি ট্রাক যার নাম্বার:- ঢাকা মেট্রো- ট ১১-৭৩৪১ যশোর খুলনা মহাসড়কের চাচড়া বাবলাতলা এলাকায় পৌঁছালে সড়ককে চলন্ত একটি ইজিবাইককে বাঁচাতে ট্র্যাকটি উল্টে যায়। এ সময় পাশে থাকা মৎস্য ব্যবসায়ী নাজির হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মর্গে পাঠান।